https://www.bdnow24.com/category/বিনোদন/
‘লায়ন’ সিনেমার জন্য সেরা পার্শ্বঅভিনেতা বিভাগে ‘বাফটা’ পুরস্কার জয় করলেন দেব প্যাটেল।
‘স্লামডগ মিলিওনিয়ার’ সিনেমায় অনবদ্য অভিনয় দিয়ে প্রথম নজর কেড়েছিলেন সবার। এরপর ‘লায়ন’ সিনেমায় সারু ব্রায়রিলি চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য পেয়েছেন সেরা পার্শ্ব-অভিনেতার অস্কার মনোনয়নও।
বাফটা পুরস্কারে অ্যারন টেইলর জনসন, জেফ ব্রিজেস, হিউ গ্রান্ট ও মাহেরশালা আলিকে পিছনে ফেলে সেরা সেরা পার্শ্ব-অভিনেতার মুকুট জয় করে নেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল।
টাইমস অফ ইন্ডিয়া বলছে, গোল্ডেন গ্লোব জিততে না পারলেও ‘বাফটা’ পুরস্কার ঘরে তুলতে পেরে আনন্দিত দেব। গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে এ তারকা বলেন, “যদি বলি পুরস্কার পেতে ভালো লাগে না তবে তা মিথ্যা বলা হবে। পুরস্কার এক ধরণের স্বীকৃতি যা একজন অভিনেতার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতেপারে!”
গার্থ ডেভিস পরিচালিত ‘লায়ন’ সিনেমাটি সারু ব্রায়ারলির জনপ্রিয় উপন্যাস ‘আ লং ওয়ে হোম’ অবলম্বনে তৈরি করা হয়েছে। এতে ট্রেনের কামরা থেকে হারিয়ে যাওয়া এক ভারতীয় কিশোরের গল্প বলা হয়েছে।
Source :bdnews24
Be the first to comment on "সবাইকে পিছনে ফেলে দেব প্যাটেলের জয়!"