https://www.bdnow24.com/category/খেলাধুলা/
দক্ষিণ অাফ্রিকাতে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের পর কোচকে নিয়ে হয়েছা বিস্তর কাঁটাছেড়া।অার তারপরই বিসিবির নিকট নিজের পদত্যাগপত্র জমা দেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফল কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বাংলাদেশের কোচের দায়িত্ব ছাড়ার পরই,শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড হাথুরুসিংহেকে নিয়োগ দেয়ার কথা ভাবছিল।অবশেষে এল অানুষ্ঠানিক ঘোষণা,চন্ডিকা হাথুরুসিংহেকে তিন বছরের চুক্তিতে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
অাগামী ২০ ডিসেম্বর ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তিনি তার যাত্রা শুরু করবেন।
Be the first to comment on "শ্রীলঙ্কার নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন যিনি"