এটি ইংরেজি এনিমেটেড মুভি। ২০১৬ সালের অন্যান্য সেরা
এনিমেটেড মুভিগুলো দেখা হলেও কোন ফাঁকফোকর দিয়ে
এটা মিস হয়ে গিয়েছিলো।
মনে আছে, মার্লিন ও নিমোর কথা? বাবা মার্লিন তার ছেলে
নিমোকে হারিয়ে যে পুরো সাগরের এপার থেকে ওপার হন্য
হয়ে বেড়াচ্ছিলো, সেই গল্প তো কারো ভুলে যাবার কথা নয়।
আর মার্লিনের সাথী হয়ে উঠেছিলো শর্ট টাইম মেমোরি লস
সমস্যায় ভুক্তভোগী বান্ধবী ডোরি। যেই ডোরি আসলে
কে, কোথা থেকে এসেছে ও ডোরির অতীত কী, সেটা
অন্য কেউ তো দূরের কথা, ডোরি নিজেও জানে না।
তারপর হঠাৎ একদিন ডোরি তার পরিবার, যাদের সে বহুবছর আগে
হারিয়ে ফেলেছিলো, তাদের সন্ধানে বেরিয়ে পড়ে। এবার
ডোরির সাথী মার্লিন ও নিমো। তারা তাদের যাত্রাপথে যে নানা
এডভেঞ্চার ও প্রতিবন্ধকতার শিকার হয়, সেই গল্প নিয়েই, ” ফাইন্ডিং
ডোরি” মুভিটি।
রিভিউ (মুভি) : Finding Dory

Be the first to comment on "রিভিউ (মুভি) : Finding Dory"