https://www.bdnow24.com/category/খেলাধুলা/
অাইপিএলের ১১তম অাসরে নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে মিম্বার ইন্ডিয়ান্সে নাম লেখান কাটার মাষ্টার মুস্তাফিজ।নতুন ফ্যাঞ্চাইজিতে বেশ ভালো ফর্মে রয়েছেন মুস্তাফিজ।
এর মধ্যে তিনটি ম্যাচ খেলে পাঁচটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ এবং তিন ম্যাচে এখন পর্যন্ত ২৯টি ডট বল করেছেন তিনি। কিন্তু প্রথম তিনটি ম্যাচের কোন ম্যাচেই জয় পায়নি মুম্বাই।কিন্তু তিনটি ম্যাচেরই খেলা গড়িয়েছিল শেষ ওভার পর্যন্ত।অার শেষ ওভার পর্যন্ত খেলা গড়ানোর পেছনের কারিগর ছিলেন মুস্তাফিজ।
তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে শেষ ওভারে বল করেছেন তিনি।ইতিমধ্যে মোস্তাফিজকে ডেথ ওভারের বোলিংয়ের কৌশল শেখাচ্ছেন বিশ্বের সেরা ডেথ ওভার বোলিং স্পেশালিষ্ট লাসিথ মালিঙ্গা।
Be the first to comment on "মুস্তাফিজকে ডেথ ওভার স্পেশালিষ্ট বানাচ্ছেন যিনি"