বাংলাদেশের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। এই ঈদে মুক্তি পাচ্ছে তার ‘সুলতান: দ্য সেভিয়র’। তবে সেটা দেশে নয়। কলকাতায়। সম্প্রতি ছবির প্রচারনার জন্যই কলকাতায় গিয়েছিলেন তিনি। ছবিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ।
জিতের সাথে শুটিং অভিজ্ঞতা নিয়ে মিম বলেন, ‘আমি তার খুব বড় ভক্ত। তার সাথে আমার পরিচয় বাংলাদেশে। সুলতান ছবিতে এক সাথে কাজ করার সময় জিৎ বার বার বলত, আমি কারো সাথে প্রেম করি কিনা। আমি যতই বলি আমার বয়ফ্রেন্ড নেই, সে বিশ্বাসই করতে চাইলো না। তখন মা পাশ থেকে বলেন ‘মিমের মা যদি সারাক্ষন সাথে সাথে থাকে তাহলে ছেলেরা আসবে কি করে?’।
Be the first to comment on "মায়ের কারণে প্রেম করার সুযোগ হয়নি মিমের"