নায়িকা আলিয়া ভাটের প্রেমিক হিসেবে একজন নন তিন তিনজনের নাম শোনা যাচ্ছে। বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা নাকি আলী দাদারকর। এদের কার সঙ্গে ডেট করছেন আলিয়া ভাট?
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিদ্ধার্থের সঙ্গে বিচ্ছেদ হয়েছে আলিয়ার। অন্যদিকে, সাবেক প্রেমিক আলী দাদারকরের জন্মদিনে যেমন হাজির ছিলেন আলিয়া, তেমনি রাতে আলীর সঙ্গে ঘোরাঘুরি করতে দেখা যায় আলিয়াকে। কিন্তু আলীর সঙ্গে নতুন করে কোনোরকম সম্পর্কে জড়াননি আলিয়া। বন্ধুত্বের কারণেই নাকি আলীর সঙ্গে তার বাড়িতে দেখা যায় আলিয়াকে।
Be the first to comment on "কে হলেন আলিয়া ভাটের প্রেমিক?"