মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসননীতির প্রতিবাদে নিউইয়র্কে এক বিক্ষোভ সমাবেশে বহু মানুষ উপস্থিত ছিলেন। রবিবার বিকালে নিউইয়র্কের টাইমস স্কয়ারে ‘টুডে আই অ্যাম এ মুসলিম টু’ (আমিও মুসলিম) শিরোনামে এ বিক্ষোভের আয়োজন করা হয়।
https://www.bdnow24.com/category/আন্তর্জাতিক/
ঐ বিক্ষোভ র্যালিতে ডেমোক্রেটিক দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের কন্যা চেলসি ক্লিনটনও উপস্থিত ছিলেন। এদিকে খুব শিগগিরই ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ জারি হচ্ছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। তিনি জানান, নতুন ঐ আদেশে আদালতের রায়ে স্থগিত হওয়া আগের সেই সাত মুসলিম দেশও অন্তর্ভুক্ত করা হবে। অন্যদিকে ট্রাম্পের এক জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টাকে নিয়ে এক নাটকীয়তার সৃষ্টি হয়েছে। বরখাস্ত করার একদিন পরই ফের ঐ উপদেষ্টাকে স্বপদে বসানো হয়েছে। খবর সিএনএন, এপি ও ইউএসএ টুডের।
‘যুক্তরাষ্ট্র বিশেষ কোনো ধর্মের বা বর্ণের নয়। যেখান থেকেই আগমন ঘটুক, যুক্তরাষ্ট্র সব বর্ণ-ধর্মের মানুষের দেশ। আমিও মুসলিম, তুমিও মুসলিম, আমরা সবাই মানুষ। দেয়াল নির্মাণ বন্ধ করো, অভিবাসী নিষেধাজ্ঞা নয়। ঘৃণাকে পরাজিত করে যুক্তরাষ্ট্রে ভালোবাসার জয়যাত্রা ঘটবে।’ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসননীতির প্রতিবাদে নিউইয়র্কের প্রতিবাদ সমাবেশে এমন সব স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা।
Source : Jugantor
Be the first to comment on "‘আমিও মুসলিম’ স্লোগানে প্রকম্পিত নিউইয়র্ক"